রাজধানীতে গারো মা-মেয়ে হত্যাকান্ডের মূল অভিযুক্ত সঞ্জিব চিরানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
রাজধানীর গুলশানের কালাচাঁদপুরে সাততলা একটি বাড়ির চারতলায় থাকতেন মা বেসেথ চিরান ও মেয়ে সুজাতা।গত মঙ্গলবার ওই বাড়িতেই মা- মেয়ের হত্যাকান্ডের ঘটনা ঘটে।
পরে এ ঘটনায় চারজনকে আসামি করে গুলশান থানায় মামলা করেন বেসেথ চিরানের স্বামী।বিস্তারিত আসছে......
আজকের বাজার/আরজেড