বিখ্যাত ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের বর্ষসেরা টেস্ট একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।
বছরের শুরুতেই রেকর্ড বইয়ের পাতা উল্ট পাল্ট করে শুরু করেছিলেন অলরাউন্ডার সাকিব ও উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিক। নিউজিল্যান্ডে গিয়ে বাংলাদেশের হয়ে রেকর্ড জুটি গড়ার পথে ওয়েলিংটনে ডাবল সেঞ্চুরি দিয়ে স্বপ্নের মতো বছরের শুরুটা হয়েছিল সাকিবের। তামিমকে ছাড়িয়ে টেস্টে দেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর করেছিলেন। রেকর্ড গড়া ওই জুটিতে সাকিবের সঙ্গী মুশফিকও পেয়েছেন সেঞ্চুরি। এরপর শততম টেস্টে এসে শ্রীলঙ্কার সঙ্গে কলম্বোতে জয়েও সাকিব পথ দেখিয়েছেন সামনে থেকে।
তবে নিজের সেরাটা জমিয়ে রেখেছিলেন অস্ট্রেলিয়ার জন্য। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয়ে ইনিংস সর্বোচ্চ ৮৪ রানের সঙ্গে বল হাতে ম্যাচে নেন ১৫৩ রানে ১০ উইকেট বলতে গেলে একাই বাংলাদেশকে এনে দিয়েছেন স্মরণীয় এক জয়। সব মিলে গত বছরে ৭ টেস্টে ৪৭.৫ গড়ে করেছেন ৬৬৫ রান, ৩৩.৩৭ গড়ে নিয়েছেন ২৯ উইকেট। গার্ডিয়ানের মতে স্টোকস, অশ্বিন কিংবা জাদেজা নয়, এই মুহু্র্তে সাদা পোশাকে সাকিবই সেরা অলরাউন্ডার।
মুশফিকুর রহিমের বছরের শুরুটাও ছিল ওয়েলিংটনের সেঞ্চুরি দিয়ে। এরপর ভারতের সঙ্গে হায়দরাবাদে বিরুদ্ধ কন্ডিশনে খেলেছেন আরেকটি দুর্দান্ত ইনিংস। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার সঙ্গে সেঞ্চুরি না পেলেও পরিস্থিতির বিচারে মূল্যবান ফিফটিও করেছেন। দক্ষিণ আফ্রিকা সফর বাদ দিলে গত বছরটা আলাদা করেই মনে রাখবেন মুশফিক। সব মিলে গত বছর ৮ টেস্টে ৫৪.৭১ গড়ে করেছেন ৭৬৬ রান, ১২টি ক্যাচের সঙ্গে করেছেন দুইটি স্টাম্পিং। গ্লাভস হাতে অনেক সমালোচনায় পড়তে হলেও গার্ডিয়ান মুশফিককেই রেখেছে উইকেটকিপার হিসেবে। গার্ডিয়ানের বর্ষসেরা দলে ছয় ও সাতে রাখা হয়েছে দুজনকে।
বছর শেষে দুঃস্বপ্নের দক্ষিণ আফ্রিকা সফরের ব্যর্থতার দায় মাথায় নিয়ে টেস্ট অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মুশফিককে। আবারও বাংলাদেশের নেতৃত্বে এসেছেন সাকিব। ব্যাটিং-বোলিংয়ে এই দুজনই বাংলাদেশের সেরা ক্রিকেটার।
গার্ডিয়ান সাকিবকে নিয়ে বলেছে, পৃথিবীর সেরা অলরাউন্ডার বেন স্টোকস না, ভারতের দুই মেধাবি স্পিনার রবি আশ্বিন বা রবীন্দ্র জাদেজাও না। এটা সাকিব আল হাসান।
গর্ডিয়ানের সেরা একাদশে সর্বোচ্চ চারজন অস্ট্রেলিয়ার। বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও ভারতের দুজন করে এবং ইংল্যান্ডের একজন। পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের কেউ বিবেচিত হননি। এই একাদশ নির্বাচনের প্যানেলে অ্যান্ডি বুলের সঙ্গে ছিলেন ভিক মার্কস, আলি মার্টিন, টিম ডে লাইল, রব স্মিথ, অ্যাডাম কলিন্স ও উইল ম্যাকফারসন।
গার্ডিয়ানের বর্ষসেরা একাদশ: ডেভিড ওয়ার্নার, ডিন এলগার, চেতেশ্বর পুজারা, স্টিভ স্মিথ, বিরাট কোহলি, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মিচেল স্টার্ক, নাথান লায়ন, জেমস অ্যান্ডারসন, কাগিসো রাবাদা।
আজকের বাজার : এলকে ২৭ ডিসেম্বর ২০১৭