আগামী ২৫ এপ্রিল পর্যন্ত দেশের সকল পোশাক কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।
মহামারি করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সরকারের ছুটির সাথে সামঞ্জস্য রেখে বিজিএমইএ এবং বিকেএমইএ’র সদস্যভূক্ত প্রতিষ্ঠানসমূহ আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান এমপি ও বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক স্বাক্ষরিত আজ এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে বেতন দেওয়ার জন্য কোন প্রতিষ্ঠানের অফিস খোলা রাখার প্রয়োজন হলে সেক্ষেত্রে স্ব স্ব এসোসিয়েশন (বিজিএমইএ/বিকেএমইএ) এবং শিল্প পুলিশকে তা অবহিত করতে হবে।