গার্মেন্টস মালিকদের প্রতিশ্রুতি রক্ষার আহ্বান

এই সংকটময় সময়ে গার্মেন্টস শ্রমিকদের ছাঁটাই না করে মালিকদের দেয়া প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার তার বাসভবন ভিডিও বার্তায় সাংবাদিকদের এ আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, গার্মেন্টস চালু করার আগে মালিকরা প্রতিশ্রুতি দিয়েছিলেন শ্রমিক ছাঁটাই হবে না। ঢাকায় অবস্থানরত শ্রমিকরা ফ্যাক্টরি পরিচালনা করবে। বিভিন্ন অঞ্চলে বা গ্রামে থাকা শ্রমিকদের বেতনের একটি অংশ পাঠিয়ে দেয়া হবে। তাদের ঢাকায় আসতে নিরুৎসাহিত করা হবে। প্রকৃতপক্ষে আমরা দেখেছি প্রতিদিন দলে দলে বিভিন্ন শ্রমিকরা ঢাকায় ঢুকছেন। শ্রমিকরা বলছে তাদেরকে অফিস থেকে ডাকা হয়েছে।

গতকাল শুনতে পেলাম গাজীপুরে একটি কারখানায় লে অফ বা ছাঁটাই ঘোষণা করা হয়েছে। এটাতো হওয়ার কথা ছিলো না। সরকার এরইমধ্যেই তাদের সুরক্ষায় জন্য নিম্ন সুদের প্রণোদনাসহ রফতানি খাত অব্যাহত রাখতে নানামুখী উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, এই সংকটময় সময়ে মালিকরা উদার মনের দৃষ্টান্ত স্থাপন করবেন বলে আমার বিশ্বাস। সরকার আপনাদের পাশে রয়েছে, শ্রমিকদের পাশে থাকুন, প্রতিশ্রুতি রক্ষা করুন।