বাংলাদেশের পোশাক শিল্পে উন্নত কর্মপরিবেশ নিশ্চিতকরণে আর্থিক সহযোগিতায় সামাজিক সংলাপ প্রকল্প অব্যাহত থাকবে সুইডেন সরকার।
ঢাকায় নিযুক্ত সুইডিস রাষ্ট্রদূত শারলোটা স্লাইটার এ কথা জানিয়েছেন।
বৃহস্পতিবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ করে তিনি এ কথা জানান।
গার্মেন্টস শিল্পে মালিক-শ্রমিক সম্পর্ক উন্নয়নে সুইডেন ও নরওয়ে সরকারের সহযোগিতায় সামাজিক সংলাপ নামে চলমান প্রকল্পের অগ্রগতিতে রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, আগামীতে গার্মেন্টস শিল্পের কর্মপরিবেশের উন্নয়নে সুইডেন সরকার প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতা প্রদান করবে।
এ সময় দু’দেশের বন্ধুত্বপূর্ণ সর্ম্পকের কথা উল্লেখ করেন এবং আগামীতে এ সম্পর্ক আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আশরাফ শামীম, অতিরিক্ত-সচিব (আইও) খোন্দকার মোস্তান হোসেন এবং যুগ্ম-সচিব (শ্রম) মোঃ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
আরএম/