জেলার সীতাকুন্ডে শনিবার রাত সাড়ে ৮টায় গাড়ি চাপা পড়ে মোঃ মোজাফফর হোসেন (৫৫) নামে একজন মারা যান। তিনি ডক্টরস ফার্মাসিউটিক্যালস নামক ওষুধ কোম্পানীর বিক্রয়কর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি বগুড়া জেলার কাহালু থানার বাসিন্দা।
কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ পরিদর্শক মোঃ সাইদুল ইসলাম জানান, গত রাত সাড়ে ৮টায় সীতাকুন্ডের ছোটকুমিরা গুল আহমদ জুট মিলসের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপারের সময় চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী দ্রুতগতির মাইক্রোবাস মোজাফফর হোসেনকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুন্ড স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি সেখানে মারা যান। হাইওয়ে থানার ইনচার্জ জানান, দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি আটক করা হয়েছে।