পাকিস্তানি গায়ক আদনান সামি অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন শ্রোতা দর্শকদের জন্য। এখনও তার গান কোথাও বাজতে শোনা গেলে শ্রোতারা থমকে দাড়ায়।
আদনান সামি ভারতেরও একজন নাগরিক। মুম্বাইয়ের পশ্চিম আন্ধেরির লোখান্ডওয়ালায় থাকেন তিনি। এই প্রথম কুয়েতে অনুষ্ঠান করলেন আদনান সামি। আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলে সেই অনুষ্ঠানের আয়োজন করেছিল ইন্ডিয়ান কালচারাল সোসাইটি।
নতুন খবর হলো- সম্প্রতি কুয়েত বিমানবন্দরে হেনস্থার শিকার হয়েছেন জনপ্রিয় এই গায়ক ও তার সহযোগীরা। অভিযোগ, কুয়েত বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মীরা তাদের ‘ভারতীয় কুকুর’ বলে গালি দিয়েছেন।
গায়ক আদনান অভিযোগ জানিয়ে কুয়েতের ইন্ডিয়ান দূতাবাস ও বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে টুইট করেন। সেই মুহূর্তে কড়া পদক্ষেপ নেনে সুষমা স্বরাজ। তাকে ধন্যবাদ জানিয়ে ফের টুইট করেন আদনান।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজুও।
আজকের বাজার/আর আই এস