একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গায়ক আবদুল জব্বারের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) আইসিইউ বিভাগে চিকিৎসাধীন।
২৬ আগষ্ট শনিবার বিকেলে বিএসএমএমইউ আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক দেবব্রত বণিক বলেন, আব্দুল জব্বারের শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হচ্ছে। তার শরীর এখন আর কোনো চিকিৎসা গ্রহণ করছে না।
তিনি জানান, তার দেহের বিভিন্ন অঙ্গ অকার্যকর হয়ে পড়ছে। এ অবস্থায় রোগীর কাছের মানুষজনকে যেকোনো খবর শোনার জন্য প্রস্তুত থাকতে হবে।
আব্দুল জব্বারের বড় ছেলে মিথুন জব্বার বলেন, আমার বাবার অবস্থা আরো খারাপ হয়েছে। কোনোভাবেই উন্নতি হচ্ছে না। তিনি তার বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
আজকের বাজার:এলকে/এলকে/ ২৬ আগষ্ট ২০১৭