গায়েবি মামলা বলে কোনো কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গায়েবি মামলা বলে কোনো কিছু নেই উল্লেখ করে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মামলা হয়।

‘গায়েবি মামলা বলতে কোনো কিছু আমাদের অভিধানে নেই। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়,’ বলেন তিনি।

রাজধানীর ধানমণ্ডিতে ১৯ জানুয়ারির বিজয় সমাবেশ সফল করতে আয়োজিত কর্মীসভায় এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, তবে পুলিশি তদন্তে কেউ নির্দোষ প্রমাণিত হলে খালাস পাবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যে সকল মামলা হয় সে সকল মামলায় আসামি দোষী প্রমাণিত হলেই কেবল বিচার বিভাগ তার বিচার করেন। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ