গিনিতে গত সপ্তাহে প্রেসিডেন্ট নির্বাচনের পর ছড়িয়ে পড়া ব্যাপক সহিংসতায় ২১ জন নিহত হয়েছেন। সরকারি সূত্রের বরাত দিয়ে সোমবার রাষ্ট্রীয় টেলিভিশন পরিবেশিত খবরে একথা বলা হয়। এর আগে সরকার দেশটিতে নির্বাচন পরবর্তী অস্থিরতায় ১০ জনের প্রাণহানির কথা জানিয়েছিল। খবর এএফপি’র।
রাষ্ট্রীয় টেলিভিশন আরটিজি’র খবরে বলা হয়, ‘গত ১৯ অক্টোবরের পর থেকে গিনিতে নির্বাচন পরবর্তী ব্যাপক সহিংসতায় ২১ জন নিহত হয়েছেন জানিয়েছে সরকার। এদের মধ্যে নিরাপত্তা বাহিনীর কয়েকজন কর্মকর্তাও রয়েছেন।’
অপরদিকে গিনির বিরোধী দল এ অস্থিরতায় ২৭ জন নিহত হওয়ার কথা জানিয়েছে।