বারবার চমক নিয়ে আসছেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। ‘মনপুরা’, ‘স্বপ্নজাল’ এর মতো মনমাতানো ছবি দিয়ে দর্শকদের মন অনেক আগেই কেড়ে নিয়েছেন গিয়াস উদ্দিন সেলিম।নতুন চমক নিয়ে আসছেন তিনি।এবারের ছবির নাম ‘অপারেশন জ্যাকপট’। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সমুদ্র ও নদী বন্দরগুলোতে নৌ-কমান্ডোদের একযোগে পরিচালিত সফল অভিযান অবলম্বনে তৈরি হবে এটি।
মুক্তিযুদ্ধে চট্টগ্রাম বন্দরের অবদান ও নৌ-কমান্ডোদের দুঃসাহসী অভিযানকে স্মরণীয় করে রাখতে ছবিটি নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর পান্ডুলিপি তৈরি ও পরিচালনার দায়িত্ব পেয়েছেন গিয়াস উদ্দিন সেলিম।
আজকের বাজার/আরজেড