প্রতিটি উৎসবে নিজস্ব উপায়ে উদযাপনে নতুন নতুন ডুডল তৈরি করে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল।
মঙ্গলবার ২০১৯ বর্ষের শেষ দিনে নতুন বছরকে স্বাগত জানাতে এবারও তাদের হোমপেজে দারুণ এক ডুডল তৈরি করেছে গুগল।
২০২০ সালের অধিবর্ষকে নিয়ে জনপ্রিয় ডুডলার সোফি ডিয়াওয়ের আঁকা এ ডুডলটিতে আটটি গ্রাফিক্স ব্যবহার করেছে গুগল, যার প্রত্যেকটিতে দেখা গেছে এই আবহাওয়ার ব্যাঙ ‘ফ্রগি’কে।
মোবাইল ফোনে আবহাওয়ার ফিচারে বেশ পরিচিত এ ‘ফ্রগি’কে ডুডলটিতে দেখা যাচ্ছে নববর্ষের আতশবাজি উদযাপন উপভোগ করতে।
২০২০ সাল আরও বেশি উদযাপনপূর্ণ হবে জানিয়ে গুগল বলছে, নতুন বছরের যে কোনো আবহাওয়াকে স্বাগত জানাচ্ছে ‘ফ্রগি’। এ বছরটি অধিবর্ষ হওয়ায় ফ্রগি আরও বেশি আনন্দে ভাসছে।
আজ মধ্যরাতেই আরেকটি নতুন বর্ষে পদার্পন করতে যাচ্ছে বিশ্ব। ‘ফ্রগি’র সাথে মেতে উঠতে আপনি তৈরি তো।
আজকের বাজার/এমএইচ