নববর্ষ উদযাপন উপলক্ষে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল তাদের হোমপেজে একটি মজার ডুডল তৈরি করেছে।
এনিমেটেড ডুডলটিতে বেগুনি রঙের দু’টি হাতির বাচ্চাকে পপকর্ণ খেতে খেতে নানা রঙের বেলুন নিয়ে খেলতে দেখা যাচ্ছে। হাতি দু’টি মাথায় রঙিন টুপি পড়ে রয়েছে।
২০১৯ সালের প্রথম দিনে ডুডলে দেখা যাচ্ছে, একটি বাচ্চা হাতি বেলুনের ওপর আনন্দে লাফাচ্ছে, আরেকটি পপকর্ণ দিয়ে ২০১৯ লিখছে। তাদের মাথার ওপর দড়ি দিয়ে টাঙানো নানা রঙের কাগজ দিয়ে লেখা রয়েছে গুগল। মাঝখানে একটি ছোট্ট ঘড়িতে সময় দেওয়া রাত ১২ টা।
ডুডলটিতে ক্লিক করতে দেখা যাবে, কবে থেকে নববর্ষ শুরু হয়, কেন মানুষ নববর্ষ উদযাপন করে, বিশ্বের বিভিন্ন দেশের নববর্ষ উদযাপনের ইতিহাস, ঐতিহ্য, প্রভৃতি।
গতকাল ২০১৮ সালের শেষ দিনেও গুগল ডুডলে এই হাতি দু’টি ছিল। তখন ছোট্ট ঘড়িতে সময় দেওয়া ছিল রাত ১১ টা ৫৫ মিনিট।
উল্লেখ্য, প্রতিটি উৎসবেই কোনো না কোনো বিশেষ নতুন ডুডল তৈরি করে থাকে গুগল।
আজকের বাজার/এমএইচ