বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একটি বিশেষ ডুডল তৈরি করেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল।
ডুডলটিতে বাংলাদেশের জাতীয় পতাকার লাল-সবুজ রঙের বর্ডারের ভেতর গুগল লোগোটি লেখা হয়েছে। এর উপরে আঁকা হয়েছে নদীতে তিনটি নৌকার দৃশ্য। মাঝিরা বৈঠার সাহায্যে নৌকা চালাচ্ছেন। এর মাধ্যমে বাংলার চিরায়ত রূপটি ফুটিয়ে তুলেছে গুগল ডুডল।
আজকের ডুডল সম্পর্কে গুগল লিখেছে, ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস, এটি দেশের একটি জাতীয় ছুটির দিন। ১৯৭১ সালের ২৫ মার্চ শেষ রাতে জাতির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। স্বাধীনতা দিবসে নানা আয়োজনের মধ্য দিয়ে তার কথা স্মরণ করে পুরো জাতি।
উল্লেখ্য, বিভিন্ন দেশের বিশেষ দিবস, উৎসব বা বিশিষ্ট ব্যক্তির স্মরণে বিশেষ ডুডল প্রকাশ করে থাকে গুগল।
১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানী হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালীর ওপর ঝাঁপিয়ে পড়লে ২৬ মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর কাঙ্ক্ষিত বিজয় অর্জন করে বাংলাদেশ।
আজকের বাজার/এমএইচ