বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে গুজব ও গণপিটুনির যে সব ঘটনা আমরা লক্ষ্য করেছি, তা যে কেবল নিন্দনীয় এবং সর্বতঃ ভাবে পরিত্যাজ্য তাই-ই নয়, একই সঙ্গে তা ভীতি ও তৈরি করেছে মানুষের মনে।
পদ্মা সেতুর মত এ রকম অবকাঠামোগত উন্নয়ন কাজকে যে কেবল বাধাগ্রস্ত করতে পারে তা নয়, মানুষ হত্যার গুজবে মানুষকেই হত্যা করার এ প্রচেষ্টা, সাধারণ মানুষের নিরাপত্তাকে বিঘ্নিত করছে।
বিশেষ করে ফেইসবুকের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমকে ব্যবহার করে গুজব ছড়ানোর যে প্রচেষ্টা তা সর্বনাশের দিকে দেশকে ঠেলে দিচ্ছে।
ব্যক্তিগত শত্রুতাকে বাস্তবায়িত করার জন্য সম্প্রদায় ও সমাজকে উস্কে দেয়ার এ রকম অপচেষ্টা যে থামিয়ে দেয়া প্রয়োজন সে কথা সকলেই বিশ্বাস করেন।
আজকের বাজার/লুৎফর রহমান