করোনাভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে খুলনার খালিশপুর থেকে মেরাজ আলী (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৬।
আটক মেরাজ আলী খালিশপুরের মুজগনি আবাসিক এলাকার আবদুল মান্নানের ছেলে।
শুক্রবার সকালে র্যাব জানায়, মেরাজ আলীকে আটকের পর খালিশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।