গুজব ছড়ানোয় কুমিল্লায় যুবক গ্রেপ্তার

পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে কুমিল্লায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট।

শনিবার রাতে জেলার তিতাস উপজেলার মাছিমপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রবিবার দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান এ তথ্য জানান।

তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণে লক্ষাধিক মানুষের মাথা লাগবে বলে খোকন মিয়া গত ৭ ও ১০ জুলাই তার নামের ফেসবুক আইডি থেকে গুজব ছড়িয়েছে। এ অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

আজকের বাজার/লুৎফর রহমান