ভারতের গুজরাট রাজ্যের ভাওয়ানগর এলাকায় ট্রাক খাদে পড়ে অন্তত ২৮ জন নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের মধ্যে নারীও শিশু রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকালে রাজকোট-ভাওয়ানগর রাজ্য মহাসড়কের রাঙ্গোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভাওয়ানগরের কালেক্টর এ তথ্য নিশ্চিত করেছেন।টাইমস অব ইন্ডিয়ার।
গণমাধ্যমটিরএক প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের বরযাত্রী হিসেবে ৬০ জনের বেশি মানুষ ট্রাকটিতে যাচ্ছিল। তাদের মধ্যে বেশিরভাগ ছিল নারী ও শিশু। রাজকোট-ভাওয়ানগর রাজ্য মহাসড়কের রাঙ্গোলা এলাকায় আসার পর ট্রাকটি উল্টে খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করছে।
আরএম/