গুরুদাসপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নাটোরের গুরুদাসপুর উপজেলায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৮ জুলাই) সকালে উপজেলার তালবাড়িয়া এলাকার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা করা হয়।

বনপাড়া হাইওয়ে থানার উপ-পরির্দশক (এসআই) তারিকুল ইসলাম জানান, সকালে গুরুদাসপুর উপজলোর তালবাড়িয়া এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশে অজ্ঞাত এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

পরে হাইওয়ে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরন করে।

তবে অজ্ঞাত ব্যক্তির পরিচয় নিশ্চিত হতে বিভিন্ন থানায় র্বাতা পাঠানো হয়েছে।

আজকের বাজার/একেএ