গুলশানের বাড়ি ছাড়তে হচ্ছে মওদুদকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের গুলশানের বাড়ির মালিকানা নিয়ে চলমান মামলার রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে গুলশানের বাড়িটি মওদুদ আহমদকে ছাড়তেই হচ্ছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

৪ জুন রোববার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে মওদুদের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে ৩১ মে রিভিউ শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চ ৪ জুন রায়ের দিন নির্ধারণ করেন।

আদালতে মওদুদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, কামরুল হক সিদ্দিকী, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ।

পরে আইনজীবী আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, এই মামলার শুনানি শেষ হয়েছে। আদালত রায়ের জন্য রবিবার দিন রেখেছেন।
গত বছর ২ আগস্ট মওদুদ আহমেদর ভাই মনজুর আহমদের নামে ওই বাড়ির নামজারির নির্দেশ দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজউকের আপিল গ্রহণ করেন আপিল বিভাগ।

পরে আইনজীবীরা জানান, তাই তিন দশক ধরে থাকা এই বাড়ি এখন ছাড়তে হচ্ছে বিএনপির সিনিয়র এই নেতাকে। গত ৩০ আগস্ট এই মামলার ৮০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। সেই রায়ের বিরুদ্ধে পরে মওদুদ রিভিউ করেন।

আজকের বাজার:এলকে/এলকে/ ৪ জুন ২০১৭