রাজধানীর গুলশানে ১৩ তলা সিলভার টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বুধবার (২৪ অক্টোবর) দুপুর ২টায় গুলশান-১ নম্বরের ৫২ নম্বর সিলভার টাওয়ারের ১০ তলায় এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমাদের ধারণা আগুন ভয়াবহ। আর ভবনের উচ্চতা দীর্ঘ হওয়ায় ১০টি ইউনিট পাঠানো হয়েছে। পাঠানো হয়েছে সিড়িবাহী গাড়িও।
আজকের বাজার/এমএইচ