কক্সবাজারের টেকনাফ উপজেলায় সমুদা বেগম(৪০)নামে এক নারীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সমুদা বেগম উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সাতঘড়িয়াপাড়ার বাসিন্দা মৃত নূর সালামের স্ত্রী। পুলিশ বলছে, তিনি একজন ইয়াবা ব্যবসায়ী। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হোয়াইক্যং ইউনিয়নে খারাংখালী লবণের মাঠ এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের ভাষ্য, পুলিশের একটি টহল দল শনিবার রাতে নিয়মিত টহল দিচ্ছিল। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ করে দূর থেকে গুলির শব্দ শুনে ঘটনাস্থলে গেলে গুলিবিদ্ধ অবস্থায় এক নারীকে পাওয়া যায়। ওই নারীকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসির দাবি, ওই নারীর কাছ থেকে সাড়ে ৬ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন, মাদক ব্যবসায়ীদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতের বিরুদ্ধে টেকনাফ থানায় দুইটি মাদক মামলা রয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান