গুলিস্তানের বঙ্গ মার্কেটে আগুন

রাজধানীর গুলিস্তানের বঙ্গ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মঙ্গলবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার আতাউর রহমান গণমাধ্যমকে বলেন, গুলিস্তান বঙ্গ মার্কেটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে মোট ১৪টি ইউনিট পাঠানো হয়। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, বৈদ্যুতিক গোলোযোগের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত। অগ্নিকাণ্ডের কারণে মার্কেটের দ্বিতীয় ও তৃতীয় তলায় ২টি করে মোট চারটি দোকান পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

আরএম/