রাজধানীর গুলিস্তানে জৈনপুর পরিবহনের বাসের চাপায় জাকির হোসেন (৫৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন ও তার স্ত্রী ৪ সন্তান নিয়ে রাজধানীর যাত্রাবাড়ির ধলপুর এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার দিঘীরপাড় এলাকায়।
ঘটনার পর পুলিশ বাসটি জব্দ করেছে তবে চালক পলাতক। জাকির হোসেনের মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বলছেন, সকালে গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের সামনে যাত্রীবাহী জৈনপুর পরিবহনের একটি বাস জাকির হোসেনের রিকশাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে যান। এসময় জাকির হোসেনের মাথা বাসের চাকার নিচে পিষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আজকের বাজার/এমএইচ