রাজধানীর গুলিস্তানে শনিবার ৫ মে দুপুর ২টার দিকে সিটি করপোরেশনের হকার উচ্ছেদে শাহ জামাল (৬৫) নামে এক শরবত বিক্রেতার মৃত্যু হয়।
নিহতের ছেলের ইব্রাহীম অভিযোগ করে বলেন, ‘উচ্ছেদকারীদের ধাক্কায় তার বাবার মৃত্যু হয়। এর আগে তিনি কয়েকবার স্ট্রোক করেছিলেন। যে কারণে তিনি এই আঘাত সহ্য করতে পারেননি।’ এ ঘটনা ঘটে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ৩ নং গেট সংলগ্ন রাস্তায় ।
নিহত শাহ জামালের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার শিকারীকান্দা গ্রামে। তিনি অনেকদিন ধরেই স্টেডিয়াম এলাকায় শরবত বিক্রি করে আসছিল। শনিবার সিটি করপোরেশন হকার উচ্ছেদ করার সময় তার শরবতের জার লাঠি দিয়ে ভেঙে ফেলা হয়। পরে জামাল এর কারণ জানতে চায় সিটি করপোরেশনের ওই কর্মকর্তার কাছে। তখন তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়। এতে সে অচেতন হয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন।
এ বিষয়ে পল্টন থানার আহাদ পুলিশ বক্সের সহকারী ইনচার্জ সোলাইমান গাজী বলেন, হকার উচ্ছেদের সময় সিটি করপোরেশন পুলিশের কোনো সহায়তা নেয়নি। জামালের মৃত্যু কি কারণে হয়েছে সেটা জানা নেই। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।
আজকের বাজার/আর আই এস