রাজধানীর গুলিস্তান টোল প্লাজার সামনে কমল পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার কমল পরিবহন বাসে আগুন লাগার বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বাসসকে জানান, বাসে দুর্বৃত্তদের দেয়া আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি। (বাসস)