ফ্রান্সের গুড়োদুধ কোম্পানী ল্যাকটালিস এর গুড়োদুধে সালমোনেলার (এক ধরণের ব্যাকটেরিয়া) কারণে ৮৩টি দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরফলে কোম্পানীটি শিশুদের এক কোটি ২০ লাখ বাক্স গুঁড়োদুধ ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে।
রোববার কোম্পানির সিইও ফরাসী গণমাধ্যমে এক সাক্ষাতকারে একথা জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র। তিনি বলেন, আমরা অবশ্যই এর দায়িত্ব নেব। এক কোটি ২০ লাখেরও বেশি গুঁড়াদুধের বক্স বিষাক্ত হয়ে গেছে।
সূত্র: বাসস
আজকের বাজার:এলকে/ ১৪ জানুয়ারি ২০১৮