গুয়েতেমালায় ফুয়েগা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে মৃতের সংখ্যা বেড়ে ৬২ তে দাঁড়িয়েছে। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির কর্মকর্তারা।
রোববারের (০৩ জুন) এ প্রাকৃতিক বিপর্যয়ে নিখোঁজ লোকের সন্ধানে দমকলবাহিনীর পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী।
অগ্ন্যুৎপাতের সময় উত্তপ্ত লাভা, ছাই ও কাঁদামাটি পার্শ্ববর্তী গ্রামগুলোতে ছড়িয়ে পড়লে হতাহতের ঘটনা ঘটে। এ সময় ছাই আকাশে প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে। ফলে রাজধানী গুয়েতেমালা সিটির বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। কয়েকটি গ্রামের ভেতর দিয়ে লাভার নদী বয়ে যেতে দেখা যায়। অগ্ন্যুৎপাতে ঘরবাড়ি হারা হাজারো লোককে সরিয়ে অস্থায়ী আশ্রয়ে রাখা হয়েছে।
আগ্নেয়গিরিবিদরা জানিয়েছেন, অগ্ন্যুৎপাতের সময় গরম গ্যাস ও আগ্নেয়গিরি উপাদানের তরল লাভা দ্রুত ছড়িয়ে পড়ে। লাভা এল রোডেও ও সান মিগুয়েল লস লোটেস লোকালয়ে ঢুকে পড়ে ক্ষয়ক্ষতি হয়। বর্তমানে অগ্ন্যুৎপাত বন্ধ হয়েছে।
তথ্য : বিবিসি
আজকের বাজার/ এমএইচ