মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালায় বাস-ট্রাক সংঘর্ষে শনিবার কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো অনেকে।
হতাহতদের হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা জানায়, নিহতের মধ্যে নয়জন শিশু রয়েছে।
স্বেচ্ছাসেবী দমকলকর্মীরা সাংবাদিকদের জানান, গুয়েতেমালা শহরের ১৫০ কিলোমিটার পূর্বদিকে গুয়েলান এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার ছবিগুলোতে দেখা যায়, দুই লেনের মহাসড়ক ট্রাকটি নিজের লেন অতিক্রম করে বাসের ভেতরের অংশে ঢুকে পড়েছে। এতে বাসের একাংশ দুমড়ে-মুচড়ে গেছে।
আজকের বাজার/এমএইচ