২০০৩ সালের ২৪ মে রংপুর নগরের ৩৩ নম্বর ওয়ার্ডের তামপাট তালুকরঘু এলাকায় গৃহকর্মী মনজিলা খাতুনকে (৩০) ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার ঘটনায় পুলিশের চাকরিচ্যুত সহকারী উপপরিদর্শক (এএসআই) আলতাফ হোসেন ও তাঁর স্ত্রী সালেহা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার দুপুর পৌনে ১২টায় রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের (জেলা জজ) বিচারক জাবিদ হোসাইন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
আদালতের সরকারি কৌঁসুলি রফিক হাসনাইন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার পরদিন নিহতের মা রাবেয়া খাতুন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। মামলায় আলতাফ হোসেন ও তাঁর স্ত্রী সালেহা বেগমকে আসামি করা হয়। আলতাফ হোসেন ওই সময় রংপুর কোতোয়ালি থানায় পুলিশের এএসআই ছিলেন। পরে তাঁকে চাকরিচ্যুত করা হয়।
আরএম/