ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। শেয়ারটির দর ৫ টাকা ৫০ পয়সা বা ৮ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে। আজ এটিই ছিল কোনো কোম্পানির সর্বোচ্চ দর বৃদ্ধি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ৭১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩ হাজার ৯৫ বারে ৬০ লাখ ২০ হাজার ৭৯৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ছিল ৪২ কোটি ৭৯ লাখ ১ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা ৮০ পয়সা বা ৭ দশমিক ২৫ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ৮৫ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
এদিন কোম্পানিটি ৮৭০ বারে ৫ লাখ ৮ হাজার ২৫২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৩০ লাখ ৭৪ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা ফেডারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ১ টাকা ১০ পয়সা বা ৭ দশমিক ৪৩ শতাংশ দর বেড়েছে। আজ কোম্পানিটির ১ হাজার ২৯৩ বারে ২৯ লাখ ৫৭ হাজার ৬১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪ কোটি ৬৬ লাখ ৯৮ হাজার টাকা।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিটি জেনারেল ইন্সুরেন্স, ফাইন ফুডস, জনতা ইন্সুরেন্স, ইস্টার্ন ইন্সুরেন্স, সেন্ট্রাল ইন্সুরেন্স, রিলায়েন্স ইন্সুরেন্স ও তাকাফুল ইন্সুরেন্স।
সুত্র: অর্থসূচক