বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেইনারের শীর্ষে উঠে এসেছে উসমানীয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৩ দশমিক ৩৭ শতাংশ।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন কেবলস লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ১০ দশমিক ৭২ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ১৪ কোটি টাকার শেয়ার।
তালিকার তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৭ দশমিক ৯৫ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ২ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিডি ফাইন্যান্সে ৭ দশমিক ৮৭ শতাংশ, ইসলামী ইন্যুরেন্সে ৬ দশমিক ৬৯ শতাংশ, জিএসপি ফাইন্যান্সে ৬ দশমিক ৪৪ শতাংশ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে ৫ দশমিক ৯২ শতাংশ, গ্রামীনফোনে ৫ দশমিক ৬৭ শতাংশ, বিবিএস কেবলসে ৫ দশমিক ৪৩ শতাংশ এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্সে ৫ দশমিক ২৫ শতাংশ দর বেড়েছে।