বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১২ দশমিক ৩ শতাংশ
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৭ কোটি ৫৩ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গড়ে প্রতিদিন ছিল ৩ কোটি ৫০ লাখ ৬১ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রহিম টেক্সটাইল লিমিটেড। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০.৬৪ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭ কোটি ১২ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ছিল ১ কোটি ৪২ লাখ ৫৭ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেলের ৯ দশমিক ৬৪ শতাংশ দর বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে এইচআর টেক্সটাইলের ৯.১২ শতাংশ, জেমিনি সি ফুডের ৭.৯৮ শতাংশ, দেশ গার্মেন্টসের ৬.৭৫ শতাংশ, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রোর ৬.১৫ শতাংশ, রেকিট বেনকিজারের ৬.১২ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৫.৮৫ শতাংশ ও প্রিমিয়ার সিমেন্ট মিলসের ৫.৬১ শতাংশ দর বেড়েছে।
আরএম/