ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার,৪ মে টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। শেয়ারটির দর ২ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৯১ শতাংশ বেড়েছে। আজ এটিই ছিল কোনো কোম্পানির সর্বোচ্চ দর বৃদ্ধি।
ডিএসই সূত্রের তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ২৫ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২৮৬ বারে ৬ লাখ ১০ হাজার ৬৭৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ছিল ১ কোটি ৫১ লাখ ৮৬ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৪৬ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেসষ ১৬ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
এছাড়া এদিন কোম্পানিটি ১ হাজার ৮২ বারে ৪৯ লাখ ৬২ হাজার ৪৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৯৩ লাখ ৬২ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ১ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৩০ শতাংশ দর বেড়েছে। আজ কোম্পানিটির ১ হাজার ৪৫৭ বারে ৫৮ লাখ ২৫ হাজার ৪৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮ কোটি ১ লাখ ৯৯ হাজার টাকা।
গেইনারের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রিপাবলিক ইন্স্যুরেন্স, ইমারেল্ড অয়েল, ইন্টারন্যাশনাল লিজিং, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, বিডি ফাইন্যান্স ও বারাকা পাওয়ার।
আজকের বাজার:এলকে/ এলকে/৪ মে,২০১৭