ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে নাভানা সিএনজি লিমিটেড। শেয়ারটির দর ৫ টাকা ৩০ পয়সা বা ৭ দশমিক ৭৭ শতাংশ বেড়েছে। আজ এটিই ছিল কোনো কোম্পানির সর্বোচ্চ দর বৃদ্ধি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ৭৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩ হাজার ৪৬৬ বারে ৩১ লাথ ৭১ হাজার ২৭২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ছিল ২২ কোটি ৭৯ লাখ ৩১ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ৬০ পয়সা বা ৩ দশমিক ১১ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ১৯ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এছাড়া এদিন কোম্পানিটি ৪১ বারে ৯২ হাজার ৮০০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৮ লাখ ৯৩ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের ১ টাকা ৫০ পয়সা বা ৭ দশমিক ০৪ শতাংশ দর বেড়েছে। আজ কোম্পানিটির ৩ হাজার ৩৫৯ বারে ৯৩ লাখ ৮০ হাজার ৭৮৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২০ কোটি ৭৫ লাখ ৯৬ হাজার টাকা।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- শেফার্ড ইন্ডাস্ট্রিজ, লংকাবাংলা ফাইন্যান্স, লিব্রা ইনফিউশন, ইবনে সিনা, এমআই সিমেন্ট, আফতাব অটো ও ফার্মা এইড।