ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার ১৫ মে টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। শেয়ারটির দর ১ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে। আজ এটিই ছিল কোনো কোম্পানির সর্বোচ্চ দর বৃদ্ধি।
ডিএসই সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, শেয়ারটি আজ সর্বশেষ ১৬ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১১১ বারে ৩ লাখ ৬৩ হাজার ১১৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬১ লাখ ২৫ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ১৯ টাকা ২০ পয়সা বা ৮ দশমিক ৪১ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ২৪৮ টাকা দরে লেনদেন হয়।
এছাড়া এদিন কোম্পানিটি ৯৫৯ বারে ২ লাখ ১৭ হাজার ৯৭৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৩৬ লাখ ৪৬ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা নদার্ণ জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড ২৭ টাকা ১০ পয়সা বা ৬ দশমিক ২৮ শতাংশ দর বেড়েছে। আজ কোম্পানিটির ৪৩৪ বারে ২১ হাজার ৯৬৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১ কোটি ১৫ হাজার টাকা।
গেইনারের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আম্বি ফার্মা, রেনউইক যজ্ঞেশ্বর, জিএসপি ফাইন্যান্স, বিডি অটোকারস, মিরকেল ইন্ডাস্ট্রিজ, মুন্নু সিরামিকস ও ইস্টার্ন কেবলস।
আজকের বোজার:এলকে/এলকে/ ১৫ মে ২০১৭