ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। শেয়ারটির দর ১ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৬৩ শতাংশ বেড়েছে। আজ,৩রা মে,বুধবার এটিই ছিল কোনো কোম্পানির সর্বোচ্চ দর বৃদ্ধি।
ডিএসই সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ১৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৭২৮ বারে ২২ লাখ ৫১ হাজার ৮৩৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ছিল ৩ কোটি ২৩ লাখ ৮৮ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৮০ পয়সা বা ৮ দশমিক ৭ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেসষ ২২ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
এছাড়া এদিন কোম্পানিটি ২ হাজার ৪৮৪ বারে ১ কোটি ৮ লাখ ৬১ হাজার ৭৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৩ কোটি ৬৯ লাখ ২ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা রুপালী ব্যাংক লিমিটেড ২ টাকা ৩০ পয়সা বা ৮ দশমিক ৬১ শতাংশ দর বেড়েছে। আজ কোম্পানিটির ১১৯ বারে ৬২ হাজার ৫০১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭ লাখ ৪৮ হাজার টাকা।
গেইনারের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা টেকনোলজি, ইনটেক অনলাইন, বিডি কম, প্রগতি ইন্স্যুরেন্স, গোল্ডেন হারভেস্ট, আরডি ফুড ও ফু-ওয়াং সিরামিকস।
আজকের বাজার:এলকে/এলকে/৩রা মে,২০১৭