টপ টেন গেইনারের শীর্ষে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষেমিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য রয়েছে। এদিন টপ টেন গেইনারের ৯ টিই মিউচ্যুয়াল ফান্ড।

এ তালিকায় প্রথমে রয়েছে আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড। এদিন ইউনিটটির দর ৮০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, ফান্ডটি আজ সর্বশেষ ৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন ফান্ডটি ৫২১ বারে ২৮ লাখ ৯৫ হাজার ৭১টি ইউনিট লেনদেন করে; যার বাজার মূল্য ২ কোটি ৫৩ লাখ ৩০ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড। এদিন ফান্ডটির দর বেড়েছে ৬০ পয়সা বা ৯ দশমিক ৬৮ শতাংশ।

আজ শেয়ারটি সর্বশেষ ৬ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। ২৭৭ বারে কোম্পানিটি ১০ লাখ ৭৬ হাজার ৩৫৮টি শেয়ার লেনদেন করে; যার বাজার মূল্য ৭১ লাখ ৮১ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেডের শেয়ার ৭ টাকা ৯০ পয়সা বা ৮ দশমিক ১৪ শতাংশ দর বেড়েছে।

আজ শেয়ারটি সর্বশেষ ১০৫ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটির ২ হাজার ১৮১ বারে ৭ লাখ ৭১ হাজার ৭৪২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭ কোটি ৯১ লাখ ৫৮ হাজার টাকা।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এমপ্লোইজ প্রভিডেন্ড মিউচ্যুয়াল ফান্ড ১ : স্কিম ১, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, ভ্যানগার্ড এএমএল ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

আরএম/