বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেইনারের শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪১ দশমিক ৮৮ শতাংশ। ডিএসই সূত্রে এই গেছে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৫ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ২৭ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইনটেক লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ৩১ দশমিক ৬৪ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৭ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ৩৯ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার। তালিকার তৃতীয় স্থানে থাকা নর্দান জুটের শেয়ার দর বেড়েছে ১৩ দশমিক ৬৪ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৪ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ২৪ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউনাইটেড ফাইন্যান্সে ১৩ দশমিক ১৮ শতাংশ, শমরিতা হসপিটালে ১২ দশমিক ৩৫ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসে ১০ দশমিক ৭৭ শতাংশ, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসে ১০.০৮ শতাংশ, মুন্নু জুটে ৯ দশমিক ৫০ শতাংশ, ফাইন ফুডে ৮ দশমিক ৮৭ শতাংশ এবং আল আরাফাহ ইসলামী ব্যাংকে ৮ দশমিক ৬৩ শতাংশ দর বেড়েছে।
আজকের বাজার: এমএম/ ২৬ আগস্ট ২০১৭