গেইনারের শীর্ষে যেসব কোম্পানি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে যেসব কোম্পানি তার মধ্যে প্রথেই রয়েছে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৩০ পয়সা বা ৭ দশমিক ৭৮ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার শেয়ারটি সর্বশেষ ১৮ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩০১ বারে ৪ লাখ ৫৪ হাজার ৩৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭৯ লাখ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৭৪ টাকা ৪০ পয়সা বা ৬ দশমিক ২৪ শতাংশ।

আজ শেয়ারটি সর্বশেষ এক হাজার ২৬৬ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৯৬০ বারে ১৯ হাজার ৮০৭টি শেয়ার লেনদেন করে।

তালিকার তৃতীয় স্থানে থাকা স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ৮০ পয়সা বা ২ দশমিক ৫৮ শতাংশ দর বেড়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, আইটি কনসালটেন্টস, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, রেনউইক যজ্ঞেশ্বর, রূপালী ব্যাংক, লিবরা ইনফিউশন উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড।

আরএম/