ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে যেসব কোম্পানি তার মধ্যে প্রথমেই রয়েছে সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৮০ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এদিন শেয়ারটি সর্বশেষ ১৬ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৪১০ বারে ২২ লাখ ২৮ হাজার ৫১১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৭১ লাখ টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে শাশা ডেনিমস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা বা ৯ দশমিক ৩১ শতাংশ।
কোম্পানিটি সর্বশেষ ৫৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৯২৮ বারে ৬ লাখ ২৮ হাজার ৩১৫টি শেয়ার লেনদেন করে।
তালিকার তৃতীয় স্থানে থাকা প্রভাতি ইন্স্যুরেন্সের ১ টাকা ১০ পয়সা বা ৬.৮৩ শতাংশ দর বেড়েছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু জুট স্ট্যাফলার্স, অ্যাটলাস বাংলাদেশ, আইসিবি, অগ্রণী ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, বাংলাদেশ সাব মেরিন ক্যাবল ও ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেড।
আরএম/