গেইনারের শীর্ষে যেসব কোম্পানি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে যেসব কোম্পানি তার মধ্যে প্রথমেই রয়েচে বিডি অটোকার্স লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ১১ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সোমবার শেয়ারটি সর্বশেষ ১৩১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৫ বারে ৩ লাখ ৩৩ হাজার ১৪০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ২৫ লাখ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে থাকা আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৫ টাকা ৩০ পয়সা বা ৭.৫৫ শতাংশ।

এদিন কোম্পানিটি সর্বশেষ ৭৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি দুই হাজার ২৪৯ বারে ৮ লাখ ১৪ হাজার ৬০২টি শেয়ার লেনদেন করে।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৮৬ টাকা ১০ পয়সা বা ৬ দশমিক ২৪ শতাংশ।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জিকিউ বলপেন, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস, রেনউইক যজ্ঞেশ্বর, মুন্নু জুট স্ট্যাফলার্স, গ্লোবাল হেভি কেমিক্যাল, ইনটেক লিমিটেড ও প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেড।

রাসেল/