ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেইনারের বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড। এদিন কোম্পানির শেয়ার আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯১ শতাংশ বা ২ টাকা ১০ পয়সা বেড়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ২৩ টাকা ৩০ পয়সা বেচাকেনা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গেইনারের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৮ শতাংশ বা ১ টাকা ৬০ পয়সা বেড়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ১৭ টাকা ৮০ পয়সা বেচাকেনা হয়েছে।
গেইনারের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭৮ পয়সা বেড়েছে। এদিন কোম্পানির শেয়ার সর্বশেষ ২০ টাকা ২০ পয়সায় বেচাকেনা হয়েছে।
গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পপুলার লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, ইনটেক লিমিটেড, গ্লোবাল ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড।