ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে গেইনারের শীর্ষে উঠে এসেছে রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৮.৩৮ শতাংশ।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৮ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ৪৩ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাইনিয়র ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ১৮ দশমিক ২৮ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ১৩ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার।
তালিকার তৃতীয় স্থানে থাকা ফনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১৬ দশমিক ৬৭ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ১ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ঢাকা ইন্স্যুরেন্স, ম্যারিকো বাংলাদেশ, নিটল ইন্স্যুরেন্স, স্ট্যাইল ক্রাফট, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।