ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে গেইনারের শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৯.৩১ শতাংশ।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ১৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ২২ দশমিক ০৭ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১০ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ৫২ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার।
তালিকার তৃতীয় স্থানে থাকা মেঘনা সিমেন্ট মিলস লিমিটেডের শেয়ার দর বেড়েছে ২০ দশমিক ১৬ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ১০ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সামিট পাওয়ার, উত্তরা ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, লিবরা ইনফিউশনস, সায়হাম টেক্সটাইল, ফাইন ফুডস ও আমান কটন ফেব্রিক্স লিমিটেড।