গেইনারে খাদ্য খাতের ৪ কোম্পানি

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকায় উঠে এসেছে খাদ্য খাতের ৪ কোম্পানি। আলোচ্য সপ্তাহে গেইনার তালিকার শীর্ষে অবস্থান করছে ফাইন ফুডস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৫ দশমিক ৮২ শতাংশ। কোম্পানিটির প্রতিদিন গড়ে তিন কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ১৮ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাপেক্স ফুডস লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ২৪ দশমিক ৬৪ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৪ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ২০ কোটি ২ লাখ টাকার শেয়ার।

তালিকার নবম স্থানে থাকা ফুয়াং ফুডস লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১৬ দশমিক ২৯ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৬ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ৩১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দশম স্থানে থাকা রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টসের ১৫ দশমিক ৮৬ শতাংশ দর বেড়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইনটেক অনলাইন, আনোয়ার গ্যালভানাইজিং, অগ্নি সিস্টেমস, মেট্রো স্পিনিং, সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড ও ইয়াকিন পলিমার লিমিটেড।