বহুল আলোচিত ওয়েব সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর অষ্টম ও শেষ মৌসুম আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হবে বলে ঘোষণা করেছে মার্কিন টিভি চ্যানেল এইচবিও কর্তৃপক্ষ ।
রবিবার রাতে মুক্তি পাওয়া এক মিনিট ৪৪ সেকেন্ডের টিজারে আগের সিরিজগুলোতে অভিনয় করা আরিয়া স্টার্ক (মাইসি উইলিয়ামস), সানসা স্ট্রার্ক (সোফি টার্নার) এবং জন স্নোকে (কিট হ্যারিঙ্গটন) দেখা গেছে।
২০১৭ সালে জনপ্রিয় ধারাবাহিক সিরিজটির সপ্তম মৌসুম শেষ হওয়ার পর অষ্টম ও শেষ মৌসুমের ছয় পর্ব দেখার জন্য ভক্তরা অধির আগ্রহে অপেক্ষা করছে।
যুক্তরাষ্ট্রের ঔপন্যাসিক জর্জ আর আর মার্টিনের কাল্পনিক উপন্যাস অবলম্বনে এইচবিও কর্তৃপক্ষের এই সিরিজটি সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক সিরিজগুলোর একটি।
তবে কথায় আছে শেষ হয়েও হইলো না শেষ। ‘গেম অব থ্রোনস’ এর বেলায়ও ঘটতে চলেছে তেমন কিছু। ভক্তদের আগ্রহের কথা বিবেচনা করেই এই ধারাবাহিক সিরিজের প্রিক্যুয়েল নির্মাণ করছেন কর্তৃপক্ষ। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ