গোঁড়ালির ইনজুরির কারনে আবারো মাঠের বাইরে চলে যেতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার পল পগবাকে। নতুন এই ইনজুরিতে তাকে অস্ত্রোপচারের টেবিলেও বসতে হচ্ছে বলে জানিয়েছেন ইউনাইটেড বস ওলে গানাল সুলশার। আর এজন্য তাকে অন্তত এক মাস মাঠের বাইরে থাকতে হবে। বুধবার আর্সেনালের বিপক্ষে ২-০ গোলের পরাজয়ের ম্যাচটি শেষে সুলশার এই তথ্য নিশ্চিত করেছেন।
ফ্রেঞ্চ বিশ্বকাপ জয়ী দলের সদস্য পগবা ১০দিন আগে ওয়াটফোর্ডের বিপক্ষে প্রায় তিন মাস পর মাঠে নেমেছিলেন। চারদিন পর নিউক্যাসেলের বিপক্ষে ম্যাচেও তিনি বদলী খেলোয়াড় হিসেবে খেলতে নেমেছিলেন। সুলশার জানিয়েছেন, স্ক্যান রিপোর্টে গুরুতর কিছু পাওয়া যায়নি। তবে অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে।
এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় পগবা মাত্র ৬টি ম্যাচে মূল একাদশে খেলেছেন। প্রিমিয়ার লিগে বর্তমানে পঞ্চম স্থানে থাকা ইউনাইটেডের মধ্যমাঠে পগবার অনুপস্থিতি অবশ্যই অনুভূত হবে।
আজকের বাজার/লুৎফর রহমান