গোপালগঞ্জের মু‌ক্তি‌যোদ্ধা আব্দুর রবের ই‌ন্তেকাল

বীর মু‌ক্তি‌যোদ্ধা আব্দুর রব ই‌ন্তেকাল ক‌রে‌ছেন (ই‌ন্না‌নিল্লা‌হি ওয়া ইন্নাইলা‌হি রা‌জিউন)। শ‌ুক্রবার দিবাগত রাত ২টায় নিজ বা‌ড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপ‌জেলার মহারাজপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ ক‌রেন। মৃত্যুকা‌লে তাঁর বয়স হ‌য়ে‌ছিল ৭৫ বছর। তাঁর মৃত্যু‌তে বাংলা‌দেশ আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক, সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের, আওয়ামী লী‌গের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ ও স্থানীয় এম‌পি ক‌র্ণেল অবসরপওাপ্ত মুহাম্মদ ফারুক খান শোক প্রকাশ ক‌রে‌ছেন।

১৮ নভেম্বর শ‌নিবার দুপুর ২টায় জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পা‌রিবা‌রিক কবরস্থা‌নে তাঁকে দাফন করা হ‌য়। মৃত্যুকা‌লে স্ত্রী, ১পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রহী রে‌খে গে‌ছেন মু‌ক্তি‌যোদ্ধা আব্দুর রব।

 

 

আজকের বাজার:এলকে/এলকে ১৮ নভেম্বর ২০১৭