গোপালগঞ্জে বাসের ভিতর থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকেল পাঁচটার দিকে জেলা শহরের গোপালগঞ্জ ফিলিং স্টেশনের সামনে বাসের ভিতর থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, বাসের ভিতর থেকে বিকট গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসের ভিতর থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে দুই থেকে তিন দিন আগে ওই বৃদ্ধ মারা যান।
মরদেহ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।